গোপালগঞ্জে শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

0

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী তার জন্মস্থান গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে তাঁর জন্মদিন উদযাপনের অনুষ্ঠানমালা শুরু হয়। শ্রদ্ধা নিবেদনের সময় গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়ামে মানুষের ঢল নামে। ফুলেফুলে ছেয়ে যায় শেখ কামালের প্রতিকৃতি।

আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু ইনস্টিটিউট, সরকারি বঙ্গবন্ধু কলেজ, জেলা করাগার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা, যুবউন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়নবোর্ড, প্রাণি সম্পদ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ১০ পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদনের পালা। এ সময় শহরের শেখ কামাল স্টেডিয়ামে শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানাতে আশা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান সফল করতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিতরণ করা হয় বৃক্ষের চারা। 

সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করে জেলা প্রশাসন। এ অনুষ্ঠান থেকে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১৫ শিশু কিশোরের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জেলাব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here