গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় সাগর বিশ্বাস (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত সাগর বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের নিজড়া গ্রামের সঞ্জিব বিশ্বাসের ছেলে। তিনি জেলা শহরের সরকারী বঙ্গবন্ধু কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
শুক্রবার (০৩ মে) রাতে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যায়। এর আগে, ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার এ তথ্য নিশ্চত করেছেন।