গোপালগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মশালা

0

গোপালগঞ্জে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ মে) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি মিল্টন বর্মন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোছনা বেগম প্রমুখ।

বক্তারা নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের পাশাপাশি মা-বাবাকে একাডেমিক শিক্ষার ন্যায় নৈতিক শিক্ষা প্রদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় জেলার পাঁচ উপজেলায় ৬ হাজার ৯৯৯ জন শিশু শিক্ষার্থীদের পাঠদানকারী ২৩৩ টি মন্দিরভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, হিন্দু ধর্মীয় কল্যা ট্রাস্টের কর্মকর্তা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here