গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড

0
গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজার থেকে ভুয়া ডাক্তার রেজাউল করিমকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ বিভিন্ন ধারায় রেজাউল করিমকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার ক্লিনিক সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, কোনো প্রকার চিকিৎসা শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই রেজাউল করিম রোগী দেখতেন। এমনকি ‘ডাক্তার’ পরিচয়ে প্রেসক্রিপশন দেওয়া ছাড়াও অস্ত্রোপচার করতেন এবং রোগী ভর্তি রাখতেন। অস্বাস্থ্যকর টিনশেড ঘরে রোগী রাখা, লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ করার প্রমাণ মেলে অভিযানে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বলেন, “দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাতৃমৃত্যু, অঙ্গহানি এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগ ছিল। তবে প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আটক করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here