গোপালগঞ্জে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ এই প্রতিবাদ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আজ সোমবার গোপালগঞ্জের জেলা শাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভার আয়োজন করে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ দিবসের আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, গোপালগঞ্জের বন সংরক্ষণ বিবেকানন্দ মল্লিক, পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, পরিদর্শক মনিরুজ্জামানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।