গোপালগঞ্জ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাষাবাদ উপযোগী ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক বৈজ্ঞানিক সহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এম. এম কামরুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস কথা। এই প্রশিক্ষণে কৃষি গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার ৩০ জন বৈজ্ঞানিক সহকারী অংশ নেন।