দেশ ও জাতির মঙ্গল কামনা করে গোপালগঞ্জে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৮ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতের ইমামতি করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। এ জামাতে পুরুষের পাশাপাশি নারীরা অংশ নেন।
ঈদের জামাতে জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই জামাতে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।