গোপালগঞ্জে দুই দিনব্যাপী গঙ্গা-পদ্মা আন্তর্জাতিক উৎসব শুরু

0

বাংলাদেশ ও ভারতের মধ্যে মেলবন্ধন তৈরি করতে গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী গঙ্গা-পদ্মা আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উৎসব। 

এর আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের ১১০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন । এমন আয়োজন করায় দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করছেন সংস্কৃতি প্রেমিরা। এ আয়োজন আগামীকাল শনিবার শেষ হবে।

আজ শুক্রবার দুপুরে শহরের শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন করে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ। এ প্রতিযোগিতা বাংলাদেশের ৯০ জন ও ভারতের পশ্চিমবঙ্গের ২০ জনসহ মোট ১১০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এখানে শিল্পীরা নাচ, গান পরিবেশন করে তাদের প্রতিভা উপস্থাপন করবেন। 

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ বলেন, এ আয়োজন শুধু সংস্কৃতি না, দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। শুধু ব্যক্তি পর্যায়ে নয় এমন আয়োজনে সারকারি পৃষ্ঠপোষকতা থাকা প্রয়োজন। আগামীতেও এমন আয়োজন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here