গোপালগঞ্জে প্রশিক্ষণের মাধ্যমে ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং আয় উপার্জনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৪০ জনের মাঝে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার দুস্থ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে এসব বিতরণ করা হয়।
বুধবার কোটালীপাড়া উপজেলা সদরের পশ্চিম পাড়ে প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ও এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (অডাস) এ অনুষ্ঠানের আয়োজন করে। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ তুলে দেন।