গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭ম ভোটার দিবস পালিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
“তোমার আমার বাংলাদেশ, ভোট দিবো মিলেমিশে”-এ প্রতিপাদ্যে রবিবার (০২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামাননের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির বক্তব্য রাখেন।
এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হক বক্তব্য রাখেন।