গোপালগঞ্জে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, গ্রেফতার ১

0
গোপালগঞ্জে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, গ্রেফতার ১

গোপালগঞ্জে ছুরিকাঘাতে আল আমিন মোল্লা (২১) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আল রাফি শেখ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া দোলা পেট্রোল পাম্প সংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আল আমিন মোল্লা সদর উপজেলার বোড়াশি ইউনিয়ন এর চরপাথালিয়া গ্রামের নায়েব আলী মোল্লার ছেলে। সে চায়ের দোকানের কর্মচারী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আল রাফি শেখ তার মোবাইল চার্জ দেওয়ার জন্য আল-আমিনের কাছে মোবাইলের চার্জার চাইতে যায়। আল-আমিন তার চার্জার দেবে না বলে জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে আল-আমিন রাফিকে আঘাত করে। আল রাফি তার দোকান থেকে ছুরি এনে আল-আমিনের বুকে উপর্যুপরি কোপাতে থাকে।  

তার চিৎকারে স্থানীয় ছুটে এসে আল-আমিনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রাফিকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here