“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ এলজিইডি কার্যালয় থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সিনিয়র প্রকৌশলী মোঃ হাবিবুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সংবর্ধনা প্রদান করা হয়।