গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, প্রবীন রাজনীতিবিদ রাজা মিয়া বাটু (৯৮) আর নেই।
রবিবার (২৩ এপ্রিল) বিকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
জানাজার নামাজে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলি খান ও সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম এক বার্তায় গভীর শোক জানিয়েছেন এবং তার শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।