গোপন বিয়ের প্রশ্নে রেগে গিয়ে যা বললেন কাঞ্চন-শ্রীময়ী

0

প্রায় দু’বছর ধরে শোনা যাচ্ছে, ‘কৃষ্ণকলি’খ্যাত ভারতীয় বাংলা টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন টালিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। ২০২১ সালে এ নিয়ে শোরগোর ফেলে দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে জলঘোলা কম হয়নি, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এবার টালিগঞ্জে গুঞ্জন যে, গোপনে বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত পৌষ মাসে গোপনে সাতপাক বাঁধা পড়েছেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। এ খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। যদিও পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়নি কাঞ্চনের। আর এ কারণেই গোপনে বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী।

সামনে নির্বাচন। তাই নির্বাচনী কাজ নিয়ে এলাকায় ব্যস্ত কাঞ্চন মল্লিক। কিছুটা স্থির হয়ে কাঞ্চন মল্লিক বলেন, ‘বড় একটা সমস্যা সমাধানে ব্যস্ত। বিশ্বাস করুন, এখন এই ধরনের রসিকতা একটুও নিতে পারছি না।’

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ীও। তার কণ্ঠেও রাগের সুর। শ্রীময়ী বলেছেন, ‘লিখে দিন, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। তাই কাঞ্চন বাধ্য হয়ে পৌষ মাসেই বিয়ে করলেন!’ কাঞ্চনের মতো শ্রীময়ীও খানিকটা শান্ত হয়ে বলেন, ‘আমাদের কোনো কিছুই তো কারো অজানা নয়। তা হলে কেন খামোখা লুকিয়ে বিয়ে করতে যাব?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here