গোপনে ব্যবহারকারীদের কথা শোনে অ্যাপলের তৈরি ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’। এই অভিযোগে পাঁচ বছর আগে দায়ের করা এক মামলা নিষ্পত্তির জন্য ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ১ হাজার ১৪০ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে) দিতে সম্মত হয়েছে অ্যাপল।
গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলার প্রাথমিক নিষ্পত্তি করার আবেদনও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। আবেদনে সিরির বিরুদ্ধে গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন শোনার অভিযোগ অস্বীকার করলেও মামলা নিষ্পত্তি করতে রাজি হয়েছে অ্যাপল।
মামলা নিষ্পত্তির আবেদনের তথ্যমতে, সিরি ব্যবহারকারীদের জন্য ১ হাজার ১৪০ কোটি টাকার তহবিল গঠন করবে অ্যাপল। এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত সিরি ব্যবহারকারীদের ২০ ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শুধু তা–ই নয়, মামলা নিষ্পত্তির জন্য সিরির মাধ্যমে সংগ্রহ করা সব কথোপকথনের তথ্য মুছে ফেলতে হবে অ্যাপলকে। সিরির মাধ্যমে ভয়েস ডেটা সংগ্রহ করার সময় ব্যবহারকারীদের মতামতকেও বেশি গুরুত্ব দিতে হবে।
পাঁচ বছর আগে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরি গোপনে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন শুনতে পারে। শুধু তা–ই নয়, সিরির সংরক্ষণ করা তথ্যগুলো সম্ভবত তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানকে সরবরাহ করা হয়ে থাকে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে অ্যাপল।
এর আগে ২০২৩ সালে নিজেদের তৈরি ‘রিং’ ডোরবেলের ক্যামেরা ও ডিজিটাল সহকারী ‘আলেক্সা’এর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে একই ধরনের মামলার নিষ্পত্তির জন্য ৩ কোটি মার্কিন ডলার বা ৩৬০ কোটি টাকা দিতে সম্মত হয়েছিল অ্যামাজন।
সূত্র: এএফপি, রয়টার্স