বগুড়ার ধুনট উপজেলায় একের পর এক গোডাউন লুটের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। সর্বশেষ শনিবার ভোর রাতে ধুনট থানা ভবনের সামনের একটি গোডাউন ঘরের তালা ভেঙে ১৫০ বস্তা সরিষা ট্রাকযোগে লুট করে নিয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক আরও বেড়ে গেছে।
জানা যায়, ধুনট পৌর এলাকার কুঠিবাড়ির বাসিন্দা শিক্ষক লিপটন সাহা ধুনট থানা ভবনের সামনের বটতলা এলাকায় তার নিজস্ব গোডাউন ঘরে প্রায় ৩০০ বস্তা সরিষা সংরক্ষণ করেন। শনিবার ভোর রাতে দুর্বৃত্তরা ওই গোডাউন ঘরের তালা ভেঙে ১৫০ বস্তা সরিষা ট্রাকযোগে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতে শিক্ষক লিপটন সাহা বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে স্থানীয় লোকজন ধারণা করছেন, ধুনট-শেরপুর-কাজীপুর উপজেলার সংঘবদ্ধ একটি চক্র কৌশলে একই লুটপাট চালিয়ে যাচ্ছেন। এদিকে একের পর এক গোডাউন ঘর লুটের ঘটনা ঘটলেও এখনো মালামাল উদ্ধার বা গ্রেফতার হয়নি কেউ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ী সঞ্জয় সাহা জানান, একের পর এক গোডাউন ঘর লুটের ঘটনা ঘটলেও কোনো আসামি এখনো গ্রেফতার হয়নি। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, এসব লুটপাটের ঘটনা পুলিশ তদন্ত করছে। আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।