গোড়ালির চোটে ছিটকে গেলেন এমবাপে

0
গোড়ালির চোটে ছিটকে গেলেন এমবাপে

আন্তর্জাতিক বিরতিতে এক ম‍্যাচ খেলেই ছিটকে গেলেন কিলিয়ান এমবাপে। গোড়ালির চোটের জন‍্য বিশ্বকাপ বাছাইয়ে আইসল্যান্ডের বিপক্ষে অধিনায়ককে পাচ্ছে না ফ্রান্স।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) শনিবার এক বিবৃতিতে এমবাপেকে সরিয়ে নেওয়ার খবর জানিয়ে বলেছে, সোমবার ম‍্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের জায়গায় কাউকে ডাকা হবে না। প্যারিসে বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের ৩-০ ব‍্যবধানে জয়ে প্রথম গোলটি করেন এমবাপে। পরে দলের দ্বিতীয় গোলেও রাখেন তিনি অবদান।

চলতি মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন এমবাপে। এই নিয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। ক্লাব ও দেশের হয়ে এবার ১৭ গোল হয়ে গেল তার ১৫ ম্যাচেই। মাত্র একটি ম্যাচে জালের দেখা পাননি তিনি।

ম্যাচের পর ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম জানিয়েছিলেন, আগের চোটের জায়গাতেই আবার আঘাত পেয়েছেন এমবাপে। তাতে আইসল‍্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় ছিলই। শনিবার এফএফএফ জানায়, জাতীয় দল ছেড়ে ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন এমবাপে।

ফরাসি গণমাধ‍্যমগুলো লিখেছে, এই ফরোয়ার্ডের চোটকে প্রাথমিকভাবে গুরুতর ভাবছে না তার ক্লাব রিয়াল মাদ্রিদ।
তিন ম‍্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইউক্রেইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here