বগুড়ায় গোখাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচের গুড়া তৈরি করায় মুন্সি হলুদ মিল নামের এক প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। রবিবার দুপুরে শহরের রাজাবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি অভিযান পরিচালনা করেন। এসময় ১০ বস্তা পশুর খাদ্য ও পোকামাকড় যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি জানান, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং করতে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করা হয়। মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়।