শরীয়তপুরে গৃহবধূর শরীরে আগুন দেওয়া সেই বখাটে রাসেল পাহাড়কে গ্রেফতার করেছে পুলিশ। সকালে পুলিশ সুপার মাহবুবুল আলম সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।
রাসেলের সহযোগীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর শনিবার রাতে শরীয়তপুর শহরের কাগদি এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে এক গৃহবধূ বাড়ির বাইরে বের হলে মুখ চেপে ধরে পাশের একটি বাঁশ বাগানে নিয়ে যায় বখাটেরা রাসেল ও তার সহযোগীরা।
তাদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে সেখানেই হাত-পা বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয় তারা। স্থানীয়দের সহায়তায় ওই গৃহবধূ পানিতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পালং মডেল থানায় মামলা দায়ের করা হয়।