গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ, গৃহশিক্ষককে পুলিশে সোপর্দ

0

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা দাবির অভিযোগে নাজিম উদ্দিন নামে এক গৃহশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত গৃহশিক্ষক নিজাম উদ্দিন একই ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে। 

বুধবার সকালে আটককৃত গৃহশিক্ষক নাজিম ৫ লক্ষ টাকার জন্য গৃহবধূকে ফোন দেয় এবং গৃহবধূ কৌশলে বাড়িতে এসে টাকা নেওয়ার জন্য বলে। সে ওই গৃহবধূর বাড়িতে এসে চাঁদার টাকার জন্য বাড়াবাড়ি করলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। 

বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে প্রতারণা ও পর্নগ্রাফি আইনে মামলার প্রস্তুতি চলছে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, মামলা প্রক্রিয়াধীন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here