গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

0

জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম মধ্যপাড়া এলাকায় মিতু আক্তার নামে এক গৃহবধূকে মারপিটের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী আব্দুস ছাত্তার ওরফে বোতলের বিরুদ্ধে। খবর পেয়ে রবিবার বেলা দুইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

অভিযুক্ত আব্দুস ছাত্তার একই গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই গৃহধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।  গৃহবধূর স্বজনরা অভিযোগ করছে, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে তার স্বামী।  নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here