পাবনার সাঁথিয়ায় রোখসানা খাতুন (২৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সুমনকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পার করমজা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সুমন সাঁথিয়া উপজেলাধীন পার করমজা গ্রামের আব্দুর রশিদের ছেলে। নিহত রোকসানা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চয়রা গ্রামের রওশন আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ বছর আগে রোকসানা খাতুনের সঙ্গে পাবনার সাঁথিয়ার সুমনের বিয়ে হয়। তাদের ঘরে দাম্পত্য জীবনে ৪ বছরের একটি মেয়ে ও দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সুমন তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই রোকসানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলে রোকসানার পরিবারের অভিযোগ। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১০টার দিকে ঔষধ খাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সুমন রোকসানাকে মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেয়ের বাবা রওশন আলম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে সুমন নানাভাবে নির্যাতন করতো। কারনে অকারণে টাকা-পয়সা চাইতো। সে আমার মেয়েকে হত্যা করেছে, আমি এর বিচার চাই।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতে রোকসানার মৃত্যু হয়েছে। নিহতের স্বামী সুমনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। মেয়ের পরিবার থেকে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।