গৃহবধূকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

0
গৃহবধূকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১, কক্সবাজারের বিচারিক হাকিম মো. আবু হানিফ এ রায় ঘোষণা করেন বলে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. তওহীদুল আনোয়ার। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীন (৪০) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের শাহরিয়ার পাড়ার মৃত আবু তালেবের ছেলে। ভুক্তভোগী নারী একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তওহীদুল আনোয়ার জানান, ২০১৭ সালের ১৬ জুন সন্ধ্যায় রমজান মাসে তারাবি নামাজ আদায়ের জন্য ভুক্তভোগী নারীর পরিবারের পুরুষ সদস্যরা স্থানীয় মসজিদে গেলে ওই নারী বসতঘরে একা ছিলেন। এ সুযোগে জয়নাল আবেদীন ও তার এক সহযোগী মিলে তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে ভুক্তভোগী নারী চকরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ তা নথিভুক্ত করেনি। এরপর তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এজাহার দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেয়। ২০১৮ সালের ৮ এপ্রিল আদালত অভিযোগ আমলে নেয় এবং ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রবিবার আদালত রায় ঘোষণা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জয়নাল আবেদীনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৫ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অপর আসামি ছমি উদ্দিন অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here