গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

0

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর সড়ক দুর্ঘটনার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করে মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রিয়াজ (২০) নামক এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার পাগলা শান্তি নিবাস এলাকায় ঘটনাটি ঘটে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ রিয়াজসহ দুই জনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাতনামা আরো তিন জনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।  

বৃহস্পতিবার রাতে গৃহবধূ ধর্ষণের বিষয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই দিন রাতেই রিয়াজকে গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মিয়া জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here