গুলি চলল দিশা পাটানির বাড়িতে!

0
গুলি চলল দিশা পাটানির বাড়িতে!

গত বছরই বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চলে। ঘটনার দায় স্বীকার করে নেয় গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই। এ বার বছর ঘুরতে না ঘুরতেই গুলি চলল বলিউডের আরেক অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে। এবারও নেপথ্যে আলোচিত গ্যাংস্টার গোল্ডি ব্রার। 

ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার ভোর ৩টার দিকে। অভিনেত্রীর বরেলীর বাড়িতে মোটরবাইকে করে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রের খবর। যদিও এই ঘটনায় কারও আহত হওয়ার খবর শোনা যায়নি। হঠাৎ দিশার ওপর এমন রাগ কেন?

ঘটনার দায় স্বীকার করে গোল্ডি দাবি করেন দিশার পরিবার তথা তার দিদি খুশবু পাটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করছেন। এর ফলে হিন্দু ধর্মের অপমান করেছেন। আর সনাতন ধর্মের অপমান তারা কিছুতেই মেনে নেবে না। তাই এটা একটা সাবধান বাণী ছিল।

দিন কয়েক আগে অনিরুদ্ধাচার্যের ওপরে এবার ক্ষোভ উগরে দিলেন দিশা পাটানির দিদি খুশবু পাটানি। খুশবু পেশায় প্রাক্তন সেনা কর্মকর্তা। সামাজিমাধ্যমে তিনিও পরিচিত। সম্প্রতি এক জায়গায় অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একসঙ্গে বসবাস করা মহিলাদের নিয়ে। সেই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। 

এমনকি, কটু ভাষাতেও আধ্যাত্মিক গুরুকে সমালোচনা করেন খুশবু। একটি ধর্মীয় সভায় বর্তমান যুগের সম্পর্ক নিয়ে কথা বলছিলেন অনিরুদ্ধাচার্য। বিয়ের আগে একত্রবাস নিয়েই চলছিল আলোচনা। 

সেই প্রসঙ্গে অনিরুদ্ধাচার্য বলেন, আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের মহিলাদের সঙ্গী হিসাবে খুঁজে বের করেন। কিন্তু এই মহিলারা তত দিনে চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন। ধর্মগুরুর এই মন্তব্যে রেগে আগুন হয়ে যান খুশবু। তাকে ‘নারীবিদ্বেষী’ বলেও আক্রমণ করেন। 

এমনকি, অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’ ও ‘নপুংসক’ বলেও কটাক্ষ করেছেন দিশার বোন। রেগে গিয়ে খুশবু বলেন, “এই লোকটা আমার সামনে থাকলে, আমি ওকে ভাল করে বুঝিয়ে দিতাম। এরা দেশদ্রোহী। এদের সমর্থন করা উচিত নয়। সমাজের যত নপুংসকেরা, এই লোকটাকে অনুসরণ করে।” 

প্রেমানন্দ মহারাজকে নিয়েও বিতর্কে জড়ান দিশার বোন। এই ঘটনার পরে পুলিশকে খবর দেয় দিশার পরিবার। অভিনেত্রীর পরিবারের সুরক্ষার জন্য এক দল পুলিশ মোতায়েন করা আছে তার বাড়ির বাইরে। সূত্র: আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here