গুলিতে নিহত যুবকের মরদেহ দু’দিন পর ফেরত দিল বিএসএফ

0

গুলিতে নিহত আক্কাস আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ দুই দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

শনিবার সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে মরদেহটি ফেরত দেয়া হয়। নিহত আক্কাস তিরনই হাট ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে।

এর আগে নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। ওই সীমান্ত বৈঠকে গুলি করার ব্যাখ্যা করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ।

ঘটনার দুই দিন পর সকল আইনি প্রক্রিয়া শেষে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। 

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, বিএসএফের গুলিতে নিহত আক্কাস আলীর মরদেহ ফেরত দিয়েছে তারা। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here