কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।
সি. বি. জামানের একমাত্র পুত্র সি. এফ. জামান সকলের কাছে তার বাবার আরোগ্য লাভের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি সরাসরি চলচ্চিত্র পরিচালনার সাথে যুক্ত থেকে বিখ্যাত কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দেন। যার মধ্যে ঝড়ের পাখি, উজান ভাটি, সুজন সখি, শুভরাত্রি, দিন যায় কথা তাকে, হিসাব নিকাশ, পুরস্কার, কুসুম কলি ইত্যাদি উল্লেখযোগ্য।
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রবীণ এই কিংবদন্তি পরিচালক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।