ব্রেইন স্ট্রোকে গুরুতর অসুস্থ জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরীকে দেখতে যান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ।
শনিবার দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন গোলাম মাওলা চৌধুরীর সবশেষ স্বাস্থ্যগত অবস্থা দেখতে ও খোঁজখবর নিতে যান কাজী মামুন।
এ সময় কাজী মামুনের সঙ্গে ছিলেন জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু, গণদলের মহাসচিব আবু সৈয়দ, গণদল নেতা শাহ আলম তালুকদার, নুরুল করিম চৌধুরী, গোলাম মাওলা চৌধুরীর ছোট ভাই ও ফেনী জেলা জাপার সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদসহ পরিবারের সদস্যবৃন্দ।