দাপুটে শুরুর পর সেঞ্চুরি পূর্ণ করেছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ১০০ বল খেলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক স্পর্শ করলেন তিনি। চার ওয়ানডে সেঞ্চুরির দুইটাই বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামেই পেয়েছেন গুরবাজ।
তাকে সঙ্গ দেওয়া ইব্রাহিম জাদরানও পেয়েছেন ফিফটির দেখা। তার ফিফটি পূর্ণ করতে লাগে ৭৫ বল। দুইজনের রেকর্ড ওপেনিং জুটিতে ছুটছে আফগানিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ২৪২ রান। গুরবাজ ১৩২ ও ইব্রাহিম ৭৮ রানে অপরাজিত আছেন।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগারদের জন্য আজ লড়াইটা সিরিজ বাঁচানোর। কেননা প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ১৭ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে আফগানরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত তাদের।