গুয়েতেমালার শতাধিক এমপির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

0

গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের জেরে গুয়েতেমালার শতাধিক পার্লামেন্ট সদস্যের (এমপি) ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে দেশটির ১০০ জনেরও বেশি এমপিসহ প্রায় ৩০০ নাগরিক।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলেছে, যারা গুয়েতেমালায় গণতন্ত্র ও আইনের শাসন রক্ষা এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা নিশ্চিত করতে কাজ করছেন তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। গুয়েতেমালার গণতন্ত্রকে অবজ্ঞা করে এমন ব্যক্তির ওপর এই ধরনের বিধিনিষেধ আরোপ করার উদ্যোগ অব্যাহত রাখবে আমেরিকা।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় সোমবার শুরু হয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন। পাঁচ দিনের ওই সম্মেলন শুরুর প্রথম দিনই যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা, আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here