দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্টে ভারতের মূল ওপেনার শুবমান গিল খেলতে পারবেন না। ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্ত গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী শনিবার (২৫ নভেম্বর) গুয়াহাটিতে শুরু হবে। প্রথম টেস্ট কলকাতায় শেষ হওয়ায় ভারত সিরিজে পিছিয়ে রয়েছে।
কলকাতার ম্যাচে গিলের ঘাড়ে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি তিনি। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও পুরোপুরি সুস্থ হননি গিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত খেলার চেষ্টা করলে তার ঘাড়ে আবারও টান (স্পাজম) লাগার ঝুঁকি রয়েছে। তাই তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। গিলের অনুপস্থিতি আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও প্রভাব ফেলতে পারে।
গিলের জায়গায় গুয়াহাটি টেস্টের দলে সাই সুদর্শন, দেবদূত পাড়িক্কাল বা নীতীশ কুমারের মধ্যে কাউকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোঠাক জানিয়েছেন, ফিটনেস পরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে একই চোটে গিল একটি টেস্টে খেলার সুযোগ পাননি। কলকাতার ম্যাচে তিন বল খেলে চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, আর তাতে ভারত ১২৪ রান তাড়া করতে গিয়ে ৩০ রানে হেরে যায়।

