গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় মার্কিন সাংবাদিক আটক

0

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে ইভান গার্শকোভিচ নামে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার গোপন তথ্য হস্তগত করার চেষ্টাকালে দেশটির ইউরাল পর্বতাঞ্চলের ইয়েকাতেরিনবার্গ শহর থেকে ইভান গার্শকোভিচকে আটক করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফএসবি)। 

গার্শকোভিচের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে রাশিয়ার একটি সামরিক শিল্প কমপ্লেক্সের কর্মকাণ্ডের বিষয়ে গোপন তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ এনেছে মস্কোর নিরাপত্তা সংস্থা। যদিও এ অভিযোগের বিষয়ে কোনো ধরনের প্রমাণ দেয়নি ক্রেমলিন কর্তৃপক্ষ। 

গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে ইভান গার্শকোভিচের ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here