গুঞ্জন উড়িয়ে দিলেন শচীন

0
গুঞ্জন উড়িয়ে দিলেন শচীন

রজার বিনির জায়গায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন সভাপতি শচীন টেন্ডুলকার হচ্ছেন বলে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। তবে এটিকে শুধুই গুজব বলে উড়িয়ে দিয়েছেন ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান।

এই বিষয়ে টেন্ডুলকার নিজে কোনো মন্তব্য না করলেও তার পরিচালিত এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এক বিবৃতিতে সবাইকে উড়ো খবরে কান না দেওয়ার অনুরোধ করেছে।

সংস্থাটি জানায়- বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি পদে শচীন টেন্ডুলকারের নাম বিবেচনা করা বা মনোনীত করা সম্পর্কে কিছু প্রতিবেদন ও গুজব ছড়িয়ে পড়েছে, যা আমাদের নজরে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, এমন কোনো কিছুই হয়নি। ভিত্তিহীন জল্পনা-কল্পনা বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি আমরা।

আগামী ২৮ সেপ্টেম্বর হবে বিসিসিআই নির্বাচন। সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের জন্য হবে ভোটগ্রহণ। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলি দায়িত্ব ছাড়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। 

এমনিতে বিসিসিআই সভাপতির মেয়াদ তিন বছর হলেও, তা পূর্ণ হওয়ার আগেই এই মাসের শুরুতে বিনি দায়িত্ব ছাড়েন মূলত বয়সের কারণে। বিসিসিআইয়ের গঠনতন্ত্রে কোনো ব্যক্তির ৭০ বছরের বেশি বয়সে দায়িত্ব পালন করার সুযোগ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here