গুজরাট টাইটান্সকে ২০৭ রানের টার্গেট দিল মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে এই রান তোলে মহেন্দ্র সিং ধোনির দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করে চেন্নাই। রাচিন রাবিন্দ্র ২০ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন। এ ছাড়া ৩৬ বলে ৪৬ করেন অধিনায়ক রুতুরাজ।
গুজরাট টাইটান্সের হয়ে রশিদ খান ৪ ওভারে ৪৯ রান খরচ করে নেন দুই উইকেট।