গুগল ফটোসে এআই দিয়ে করতে পারবেন যে পাঁচটি দারুণ কাজ

0
গুগল ফটোসে এআই দিয়ে করতে পারবেন যে পাঁচটি দারুণ কাজ

এতদিন গুগল ফটোসকে মূলত ছবি সংরক্ষণের অ্যাপ হিসেবেই ব্যবহার করা হতো। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর নতুন ফিচার যুক্ত হওয়ায় অ্যাপটি এখন ছবি সম্পাদনা ও সৃজনশীল কাজের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে। হাসি ঠিক করা, চোখ খোলা, সানগ্লাস সরানো কিংবা সাধারণ ছবিকে শিল্পীসুলভ পোর্ট্রেটে বদলে দেওয়ার মতো কাজ এখন সহজেই করা যাচ্ছে।

এই এআই ফিচারগুলো ছবি সম্পাদনাকে যেমন সহজ করেছে, তেমনি সাধারণ ব্যবহারকারীদের হাতেও তুলে দিয়েছে পেশাদার মানের কাজ করার সুযোগ। চলুন দেখে নেওয়া যাক, গুগল ফটোসে এআই দিয়ে কী কী করা যাবে—

১. হাসি ঠিক করা ও সানগ্লাস সরানো

অনেক সময় ভালো একটি ছবি তোলার পর দেখা যায়—কারও চোখ বন্ধ, কেউ সানগ্লাস খুলতে ভুলে গেছে, আবার কারও হাসি ঠিকভাবে ধরা পড়েনি। নতুন এআই ফিচারের মাধ্যমে এসব সমস্যা সহজেই সমাধান করা যাবে।

ছবি খুলে ‘হেল্প মি এডিট’ অপশনে গিয়ে শুধু লিখলেই হবে—‘রাইলির সানগ্লাস সরাও, আমার চোখ খুলো, এঞ্জেলকে হাসাও।’

গুগল ফটোস সংরক্ষিত মুখের তথ্য ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবসম্মতভাবে ছবিটি সম্পাদনা করবে।

২. শুধু বলেই ছবি সম্পাদনা

এখন আর জটিল এডিটিং টুলে ঢুকতে হবে না। কী পরিবর্তন চান, তা কেবল লিখে বা বলেই জানানো যাবে। গুগল ফটোস নিজে থেকেই সেই নির্দেশ অনুযায়ী ছবি সম্পাদনা করবে।

নতুন এই এআই-চালিত ফটো এডিটর ধাপে ধাপে আইওএসেও যুক্ত হচ্ছে। সহজ জেসচার, এক-ট্যাপ সাজেশন এবং স্বাভাবিক ভাষায় ছবি সম্পাদনার সুবিধা মিলবে। তবে এই সুবিধা আপাতত যুক্তরাষ্ট্রে সীমিত।

৩. এআই টেমপ্লেটে ছবির নতুন রূপ

গুগল ফটোসে যুক্ত হচ্ছে ‘ক্রিয়েট উইথ এআই’ নামের একটি নতুন সেকশন। এখানে থাকা প্রস্তুত এআই টেমপ্লেট ব্যবহার করে ছবিকে একেবারে নতুনভাবে কল্পনা করা যাবে।

যেমন—‘আমাকে একটি হাই-ফ্যাশন ফটোশুটে দেখাও’, ‘একটি পেশাদার হেডশট তৈরি করো’ , ‘আমার ছবিকে শীতের ছুটির কার্ডে রূপান্তর করো’

মাত্র কয়েক সেকেন্ডেই সাধারণ ছবি হয়ে উঠবে ভিন্ন রূপের।

৪. ‘আস্ক’ বাটনে ছবির গল্প জানুন

আগে থেকেই ‘আস্ক ফটোস’ ফিচার ছবি খুঁজে পেতে সহায়তা করত। এবার নতুন ‘আস্ক’ বাটনের মাধ্যমে একটি ছবি নিয়ে আরও গভীরভাবে কাজ করা যাবে।

এই বাটনে ট্যাপ করে ছবির ভেতরের বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করা যাবে, সংশ্লিষ্ট স্মৃতি বা মুহূর্ত খুঁজে পাওয়া যাবে এবং কী ধরনের সম্পাদনা চান, তা জানালেই সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে।

৫. স্মৃতি সাজানো ও উপভোগের নতুন অভিজ্ঞতা

এআই যুক্ত হওয়ায় গুগল ফটোস এখন শুধু ছবি সংরক্ষণের জায়গা নয়। স্মৃতিগুলোকে নতুনভাবে সাজানো, খুঁজে পাওয়া ও উপভোগ করার অভিজ্ঞতাও বদলে যাচ্ছে। সহজ ভাষায় নির্দেশ দিয়েই ছবি সম্পাদনা ও স্মৃতি আবিষ্কার করার সুযোগ মিলছে।

সব মিলিয়ে, গুগল ফটোসে এআই-এর নতুন ফিচারগুলো সাধারণ ব্যবহারকারীর হাতেই তুলে দিচ্ছে পেশাদার মানের ছবি সম্পাদনার ক্ষমতা। স্মৃতি ধরে রাখার অভিজ্ঞতা এবার আরও সহজ ও সৃজনশীল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here