গুগল ডকসের যত সুবিধা

0

লেখালিখির ক্ষেত্রে গুগল ডকস ব্যবহার করতে পারেন। গুগল ডকস স্বয়ংক্রিয়ভাবে নথি সংরক্ষণ করতে পারে। গুগল ড্রাইভে শুধু নিজের নথিগুলো সংরক্ষণ করা যাবে, তাই নয়। সেগুলো অনলাইনে শেয়ারও করতে পারবেন। এ জন্য ওই ফাইলটিতে ‘রাইট ক্লিক’ করুন। সেখান থেকে শেয়ার করার জন্য একটি লিঙ্ক তৈরি করুন। যত মানুষের সঙ্গে ফাইলটি শেয়ার করতে চান ব্যবহারকারী তাদের সঙ্গে শেয়ার করা যাবে। 

অনেকেই হয়তো জানেন না, গুগল ড্রাইভে যে কোনো ধরনের ফাইল রাখা যায়, সেটি যে কোনো ফরম্যাটই হোক না কেন। ড্রাইভ, পিডিএফ, ওয়ার্ড, ইমেজ, মিউজিক এবং আরও অনেক ধরনের ফাইল সাপোর্ট করে এখানে। এ ছাড়া গুগল ড্রাইভে পাওয়া গুগল ডকসে ভয়েস কমান্ডের মাধ্যমেও টাইপ করা যায়। এতে বাংলা, ইংরেজিসহ অনেক ভাষায় ভয়েস টাইপিং করতে পারবেন। এমনকি গুগল ডকসে লেখাসহ নিজের মন্তব্য ট্যাগ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here