কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গুগলের চ্যাটবট জেমিনি এখন আর শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি শক্তিশালী সৃজনশীল প্ল্যাটফর্মে, যেখানে ব্যবহারকারীরা খুব সহজেই টেক্সট থেকে ছবি ও ভিডিও তৈরি করতে পারছেন।
জেমিনির সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই কল্পনাকে বাস্তব রূপ দেওয়া সম্ভব। শুধু সঠিকভাবে নির্দেশনা বা প্রম্পট দিলেই তৈরি হয়ে যাবে আকর্ষণীয় ভিজ্যুয়াল কনটেন্ট। আসুন কীভাবে ছবি বানানো যায় দেখে নেওয়া যাক-
১. জেমিনি বা মোবাইল অ্যাপে প্রবেশ করুন।
২. আপনি যা দেখতে চান তার একটি বর্ণনা লিখুন। উদাহরণস্বরূপ: ‘একটি বিড়াল মহাকাশে নীল রঙের স্পেসস্যুট পরে উড়ে বেড়াচ্ছে।’ মনে রাখবেন আপনার প্রম্পট যত বিস্তারিত হবে (যেমন: লাইটিং কেমন হবে, স্টাইল কেমন সিনেমাটিক নাকি অয়েল পেইন্টিং) ছবি তত বেশি নিখুঁত হবে।
৩. এন্টার চাপুন। কয়েক সেকেন্ডের মধ্যে জেমিনি আপনাকে কয়েকটি ভ্যারিয়েশন বা অপশন তৈরি করে দেবে।
৪. কোনো একটি নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে চাইলে সেটি লিখে কমান্ড দিন (যেমন: ‘বিড়ালের মাথায় একটি লাল হ্যাট পরিয়ে দাও’)।
যেভাবে ভিডিও তৈরি করবেন-
গুগল বর্তমানে তাদের ভিডিও জেনারেশন টুল ভিইও জেমিনির সঙ্গে একীভূত করছে। এর মাধ্যমে আপনি ছোট ছোট ক্লিপ বা সিনেমাটিক ভিডিও বানাতে পারবেন।
প্রম্পট দিন: আপনি কী ধরনের দৃশ্য দেখতে চান তা বিস্তারিত লিখুন। যেমন: ‘সূর্যোদয়ের সময় পাহাড়ের ওপর দিয়ে ড্রোন শট যাচ্ছে।’
স্টাইল নির্ধারণ: ভিডিওটি কি স্লো-মোশন হবে, নাকি ফাস্ট-পেসড? ক্যামেরা কি ডান থেকে বামে ঘুরবে? এসব বিষয় উল্লেখ করলে ভিডিও আরও পেশাদার হবে। ভিডিওটি পছন্দ না হলে আপনি পুনরায় নির্দেশ দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল বা আবহাওয়া পরিবর্তন করতে পারেন।

