গুগল এবং কোওরার সিইওদের মন্তব্যে সাড়া দিলেন ইলন মাস্ক

0

গুগলের সিইও সুন্দর পিচাই এবং কোওরার সিইও অ্যাডাম ডি’অ্যাঞ্জেলোকে বিশ্বের অন্যতম বুদ্ধিমান ও প্রভাবশালী ব্যক্তি আখ্যা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।  

সম্প্রতি ইলন মাস্কের মালিকানাধীন এক্সে (পূর্বে টুইটার) এক মতবিনিময় সভায় গুগলের সিইও সুন্দর পিচাই এবং কোওরার সিইও অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো গুগল মিটের পারফরম্যান্স নিয়ে আলোচনা করেন। তাদের এই আলোচনা ইলন মাস্কের দৃষ্টি আকর্ষণ করেছে।

অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো শেয়ার করেন যে, কোওরা জুমের বিকল্প হিসেবে গুগল মিট পরীক্ষা করেছে। কিন্তু এতে অডিওর মান, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন এবং ইকোয়িং সংক্রান্ত সমস্যা রয়েছে।

তিনি উল্লেখ করেছেন যে, গুগল মিটের বেশ কিছু সুবিধা থাকলেও এই অডিও সমস্যাগুলো তাদের জুম ব্যবহার চালিয়ে যেতে বাধ্য করে।

সুন্দর পিচাই এ সময় সরাসরি প্রতিক্রিয়া জানান। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন যে, বিষয়টি তিনি অফলাইনে তদন্ত করবেন। সেই সঙ্গে সমস্যাটি সমাধানের জন্য ফলোআপ করবেন। 

এ সময় তিনি জোর দিয়ে বলেন, এই সমস্যার প্রধান কারণ খুঁজে বের করে তা সমাধান করা হবে।

এরপর কোওরা সিইও বলেন, সমস্যাটির সমাধান হলে তিনিও গুগল মিটে ফিরবেন।

ইলন মাস্ক এক্স-এ এই ধরনের আলোচনার তাৎপর্য তুলে ধরে মন্তব্য করেছেন। তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এবং প্রভাবশালী ব্যক্তিরা এক্স-এ যোগাযোগ করেন!” সূত্র: টাইমস অব ইন্ডিয়াত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here