গুঁড়িয়ে দেওয়া হল উমরের পুলওয়ামার বাড়ি

0
গুঁড়িয়ে দেওয়া হল উমরের পুলওয়ামার বাড়ি

ভারতের দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে জড়িত বিস্ফোরক বোঝাই গাড়িটির চালক উমরের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় অবস্থিত উমরের বাড়িটিতে বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যরাতে একটি সময় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। 

এ সময় সেটিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। শুক্রবার জম্মু-কাশ্মীরের পুলিশ কর্মকর্তারা এ বিষয়টি জানিয়েছেন। 

দিল্লি গাড়ি বিস্ফোরণ মামলার চলমান তদন্তে গতি আনতে ইতোমধ্যেই কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে কাশ্মীর, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের একাধিক এজেন্সিও। 

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর উত্তরপ্রদেশে একজন মেডিকেল কলেজের অধ্যাপক এবং জম্মু ও কাশ্মীরের একজন মেডিকেল শিক্ষার্থী সহ আরও দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। 

দিল্লি বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল বিশ্ববিদ্যালয়। কারণ তদন্তে নেমে কর্মকর্তারা জানতে পেরেছে বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজন এই কলেজে অধ্যয়ন করেছিলেন। দেশটির কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত রেকর্ডের ফরেনসিক অডিটের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার, ১০ নভেম্বর লাল কেল্লার কাছে ওই গাড়ি বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একাধিক মানুষ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here