অনেক সম্ভাবনা নিয়ে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে এসেছিলেন শুভমান গিল। আইপিএলের মঞ্চে রানের ফুলঝুরি ছুটিয়েছিলেন তিনি। অরেঞ্জ ক্যাপসহ একাধিক পুরস্কারও জিতেছিলেন গিল।
শচীন টেন্ডুলকার-বিরাট কোহলিদের সঙ্গে তার তুলনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ওভালে নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৫ বলে ১৩ রানে আউট হন তিনি। শুধু গিল নয়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও পূজারাও এদিন চূড়ান্ত ব্যর্থ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা রানের পাহাড় গড়েছে। ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে অলআউট হওয়ার আগে প্যাট কামিন্সের দলের সংগ্রহ ৪৬৯ রান। জবাব দিতে নেমে বিপদে পড়েছে ভারত। ৫ উইকেটে ১৫১ রানে দিন শেষ করে রোহিতরা।