গিগাবাইট’র নতুন গ্রাফিক্স কার্ড ও মাদারবোর্ড বাজারে

0

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের জিফোর্স আরটিএক্স ৪০৭০ টিআই সিরিজের গ্রাফিক্স কার্ড এবং বি৭৬০ সিরিজের মাদারবোর্ড। ২১ মার্চ ২০২৩ তারিখে রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ডগুলো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে নতুন পণ্যের মোড়ক উন্মোচন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডেপুুটি ম্যানেজার এলান সু এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।

অনুষ্ঠানে উন্মোচিত মাদারবোর্ডগুলোর মধ্যে কিছু মডেল ডিডিআর ৪ এবং কিছু মডেল ডিডিআর ৫ RAM সাপোর্ট করবে। এসব মাদারবোর্ড ১৬,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকার মধ্যে বাজারে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here