গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

0
গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

লা লিগার উত্তেজনাপূর্ণ এক রাতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দূরত্ব কমিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে একটি গোল এবং দ্বিতীয়ার্ধে বাকি চারটি গোল হয়েছে। ম্যাচে সবচেয়ে আলোচিত বিষয় ছিল তরুণ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়ার হ্যাটট্রিক, এই মৌসুমের এটি তার প্রথম হ্যাটট্রিক।

ম্যাচের ২০ মিনিটে রদ্রিগোর ফ্রি কিক থেকে হেডারে গোল করে রিয়ালকে এগিয়ে নেন গার্সিয়া। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও রিয়াল ১-০ গোলে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের মাত্র ৫ মিনিটে গার্সিয়া নিজে শট নিয়ে লিড দ্বিগুণ করেন। এরপর ৫৬ মিনিটে রাউল আসেনসিও রদ্রিগোর ক্রস থেকে হেডার করে রিয়ালের লিড ৩-০ করেন। যদিও ৬০ মিনিটের দিকে অতিথি দল বেতিস একটি গোল শোধ করে হার্নান্দেসের শটে।

খেলার ৮২ মিনিটে রিয়াল মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো গার্সিয়ার পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন। যোগ করা সময়েও ফ্রান্সিসকো গার্সিয়া রিয়ালের পঞ্চম গোল করেন।

ম্যাচে রিয়াল প্রাধান্য বজায় রাখে। ৬১ শতাংশ বল দখলে রেখে ১৯টি শটের মধ্যে ৯টি লক্ষ্যে পরিণত করে। বেতিস মাত্র ১টি বড় সুযোগ তৈরি করতে সক্ষম হয় এবং সেটাকে গোলে পরিণত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here