প্রায় ২১ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন শামসুর রহমান শুভ। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানকে মাঠ ছাড়ার সময় সম্মান জানাতে দুই দফা ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
ম্যাচ শুরুতে দুই পাশে সারি বেধে দাঁড়ান সতীর্থ ক্রিকেটাররা। ব্যাট উঁচিয়ে শামসুরকে স্বাগত জানানো হয়। এরপর পিচের কাছে প্রতিপক্ষ সিলেট দলের ক্রিকেটাররাও তাকে হাত মেলিয়ে ও করতালিতে অভ্যর্থনা জানান।
শামসুরের বিদায়ী ইনিংস বেশি দীর্ঘ হয়নি। ১৭ বলে ১৭ রান করে আউট হন তোফায়েল আহমেদের বলে, মুবিন আহমেদ দিশানের ক্যাচে। মাঠ ছাড়ার পথে আবারও তাকে অভিনন্দন জানানো হয়, পিঠ চাপড়ে, আলিঙ্গনে বিদায় জানানো হয়।

শামসুর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন ২০০৫ সালের ১ জানুয়ারি বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রায় ২১ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৬০ ম্যাচ, ৯,৬০২ রান সংগ্রহ করেছেন ৩৬.২৩ গড়ে, করেছেন ২৩ সেঞ্চুরি ও ৪৬ ফিফটি।

