ভারতের মধ্যপ্রদেশে এক উপজাতি যুবকের শরীরে প্রকাশ্যে প্রস্রাব করার ঘটনায় তোলপাড় শুরু হয়। ক্ষোভে ফুঁসে ওঠেন অনেকেই। এবার সেই যুবকের পা নিজ হাতেই ধুয়ে দিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পাশাপাশি তিনি হাতজোড় করে ওই যুবকের কাছে ক্ষমাও চেয়েছেন।
ভুক্তভোগী যুবক দশমত রাভাতকে (৩৬) বন্ধু বলেও সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উপজাতি ওই ব্যক্তির গায়ে ক্ষমতাসীন দল বিজেপির এক কর্মী প্রস্রাব করলে রাজ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার ভুক্তভোগী যুবকের সঙ্গে দেখা করেন। এসময় মুখ্যমন্ত্রী নিজে ওই যুবকের পা ধুয়ে দেন এবং তার কাছে ক্ষমা চান।
টুইটারে চৌহানও লিখেছেন: ‘দশমত জি, এটি আপনার দুঃখের ভাগ নেওয়ার একটা চেষ্টা। আপনার কাছে ক্ষমা চাই, আমার কাছে জনগণই হচ্ছেন ঈশ্বর।’
অভিযুক্ত প্রবেশ শুক্লা মধ্যপ্রদেশের সিধি জেলার বাসিন্দা তিনি। ভিডিওতে দেখা যায়, সিগারেট খেতে খেতে শুক্লা মাটিতে বসে থাকা এক যুবকের গায়ে প্রস্রাব করছেন। মধ্যপ্রদেশের সিধি জেলার ওই ঘটনায় জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করেছে। যদিও তার দাবি, ভিডিওটি ভুয়া।