গাবতলীতে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

0

ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরী পর্যায়ে আজ ও কাল পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের এক দফা ঘোষণার পর প্রথম কর্মসূচি হিসেবে পদযাত্রা করছে বিএনপি। মঙ্গলবার গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পালন হবে এ কর্মসূচি। এরই মধ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী।  

রাজধানীর গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে বাহাদুর শাহপার্কে গিয়ে। গাবতলী থেকে মগবাজার অংশে নেতৃত্ব দেবেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর মগবাজার থেকে বাকি সাড়ে ৫ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতাকর্মীরা।  
  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here