গান গাইতে গাইতেই স্টেজে পড়ে গেলেন গায়ক

0
গান গাইতে গাইতেই স্টেজে পড়ে গেলেন গায়ক

গান গাইতে গাইতে স্টেজে পড়ে গেলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী মোহিত চৌহান। তৎক্ষণাৎ দৌড়ে এসে তাকে উদ্ধার করেন দলের অন্য সদস্যরা। সম্প্রতি ভোপালে শো করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন গায়ক। তবে আপাতত সুস্থই আছেন তিনি, বড় কোনো আঘাত লাগেনি। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, শনিবার মধ্যপ্রদেশের ভোপালের এইমসে একটি শো করতে গিয়েছিলেন মোহিত। সুরের মূর্ছনায় ভরে উঠেছিল চারদিক। মঞ্চে গান গাওয়ার সময় মোহিত হয়েছিলেন শিল্পী। পাশে কী রয়েছে তা না দেখেই মঞ্চে একদিকের দর্শকদের দিকে এগিয়ে যান তিনি। আর তখনই ঘটে দুর্ঘটনা। মঞ্চেই ছিল আলোর স্ট্যান্ডের একটি অংশ। তাতেই পা আটকে কার্যত মুখ থুবড়ে পড়েন শিল্পী। সঙ্গে সঙ্গে ছুটে আসেন তার দলের অন্য সদস্যরা। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনার সময় মঞ্চে দাঁড়িয়ে ‘রকস্টার’ ছবির ‘নাদান পারিন্দে’ গানটি গাইছিলেন মোহিত। ডান হাতে মাইক ছিল। বাঁ হাতে মাইকের স্ট্যান্ড ধরে দাঁড়িয়েছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশ থেকে ছুটে আসেন সবাই। এ সময় কিছুক্ষণের জন্য কনসার্ট বন্ধ রাখতে হয়। চিকিৎসকরা গায়ককে পরীক্ষা করে দেখেন। তিনি গান গাইতে পারবেন কি না পর্যালোচনা করে দেখা হয়। এরপরই ফের কনসার্ট শুরু হয়।

ইতোমধ্যেই অন্তর্জালে মোহিতের পড়ে যাওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে। আর তাতেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। 

জানা গেছে, এইমসের ‌‘রেটিনা ৮.০’ অনুষ্ঠানে গাইতে গিয়েছিলেন মোহিত। মঞ্চে উঠে নিজের গাওয়া একের পর এক জনপ্রিয় গান সকলকে গেয়ে শোনান তিনি। সেই তালিকায় ছিল, ‘সাড্ডা হক’, ‘তুম সে হি’। সর্বশেষ তেলেগু ‌‘পেডি’ সিনেমার ‘চিরকি’ গানে কণ্ঠ দিয়েছেন মোহিত, যেটির সুর করেছেন এ আর রহমান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here