‘গানের ওপারে’ নাটকেই বদলে গেল মিমির ক্যারিয়ার

0
‘গানের ওপারে’ নাটকেই বদলে গেল মিমির ক্যারিয়ার

সেলুলয়েডের প্রথম অভিজ্ঞতা হিসেবে আজও দর্শকের মনে অমলিন হয়ে আছে মিমি চক্রবর্তীর ‘পুপে’ চরিত্র। ২০১০ সালের টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’–তে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় প্রথমবার ক্যামেরার সামনে পা রাখেন মিমি। পরিচালককে তিনি নিজের প্রথম শিক্ষক হিসেবেই উল্লেখ করেছেন।

ধারাবাহিকের ‘পুপে’ রূপে মিমির সাজ, সাবলীল অভিনয় ও সংলাপের দক্ষতা আজও দর্শকের মনে স্পষ্টভাবে জায়গা করে রেখেছে। দীর্ঘ বছর কেটে গেলেও মিমি সেই সময়কে স্মৃতির পাতায় রেখেছেন। অভিনেত্রী বলেন, “আমি সত্যিই সৌভাগ্যবান যে এমন একটি সিরিয়ালের অংশ হতে পেরেছি, যার গল্প আজও মানুষের মনে বাস করে।”

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে
মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

সম্প্রতি জলপাইগুড়ির মিমির বোনের পাঠানো একটি ভিডিও দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েন মিমি। ভিডিয়োটিতে ‘পুপে’র লুকের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী’ যুক্ত করা হয়েছে। মিমি বলেন, “বিশ্বাস করুন, আমি কেঁদে ফেলেছিলাম। সত্যিই এই সুন্দর উপহারের জন্য অসংখ্য ধন্যবাদ।”

২০–২১ বছর বয়সে প্রথমবার পর্দায় অভিষেক হলেও মিমি বুঝতে পারেননি এই চরিত্র তাকে এত বড় খ্যাতি এনে দেবে। তিনি যোগ করেন, “কেউ জানত না, পুপেকে কয়েক দশক পরও মানুষ এত ভালোবাসবে। মিস ইউ ঋতুদা। আমি জানি, তুমিও এটা দেখছো।”

মিমি তার সহশিল্পী জয়দীপ চক্রবর্তী এবং পুরো ‘গানের ওপারে’ টিমকেও ধন্যবাদ জানান, “তাদের ধন্যবাদ আমাকে ‘পুপে’ চরিত্রের সৌভাগ্য দিতে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here