গাড়ি বৈদ্যুতিকরণে অনন্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন ( IEOM Outstanding Industry Solutions Award” for Electric Vehicle in recognition and appreciation of outstanding achievements and contributions and service in the industrial engineering and operations management profession.) বাংলাদেশি আমেরিকান প্রকৌশলী সাইফ সিদ্দিকী। হাই ভোল্টেজের চার্জিং সিস্টেমের সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, শক্তিসঞ্চয়, রক্ষণাবেক্ষণ সহজতর এবং অপারেশন ব্যয় হ্রাস করার মতো অসম্ভব একটি সমস্যার সমাধান করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্ট্যালান্টিস (প্রাক্তন ফিয়েট ক্রাইস্টার অটোমোটিভ) এর ব্যবস্থাপক-প্রকৌশলী সাইফ সিদ্দিকীকে ‘ইন্ডাস্ট্রিয়াল সলিউশন অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড অপারেশনাল ম্যানেজম্যান্ট (আইইওএম)।
সাইফ সিদ্দিকী যুক্তরাষ্ট্রের বৃহত্তম তিন গাড়ি কোম্পানি ফোর্ড, জেনারেল মটরস ও স্ট্যালেন্টিসে প্রকৌশলী হিসাবে কাজ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে স্ট্যালেন্টিস গাড়ি কোম্পানিতে বৈদ্যুতিক গাড়ির চার্জিং সিস্টেম ও পাওয়ার ইলেক্ট্রনিক্স বিভাগের ব্যবস্থাপক হিসাবে কর্মরত। উনার তত্ত্বাবধায়নে জীপ, মাজারাটি, আলফারোমিও, ক্রাইস্টার, রেম, ডজসহ বিশ্ব সেরা সব ব্র্যান্ড বৈদ্যুতিক গাড়ি বাজারে আসছে। এর আগে ক্যাডিল্যাক, বিউইক, জিএমসি, ফোর্ড ব্যান্ডের গাড়িতেও কাজ করেছেন, যেগুলো যুক্তরাষ্ট্র ও চীনে নির্মাণ করা হয়।
এ কনফারেন্সে চেয়ার হিসেবে ছিলেন লরেন্স টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহাদ আলী, ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহকারী ডীন ড. লাসালিমন প্লানাইসির, লরেন্স টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চ্যান-জিন চ্যাং, হারম্যান ইন্টারন্যাশনালের স্টিভসিব্রেল ও ফোর্ড মটর কোম্পানির ড. সাসোক্রোস্টভস্কি।
প্রকৌশলী সাইফ সিদ্দিকী ২০১৯ সাল থেকে স্ট্যালান্টিস (প্রাক্তন ফিয়েট ক্রাইস্টার অটোমোটিভ)এ কর্মরত। এর আগে প্রায় পাঁচ বছর জেনারেল মটরস ও প্রায় তিন বছর ফোর্ড মটর কোম্পানিতে প্রকৌশলী হিসাবে কাজ করেছেন। এই তিন বৃহত্তম গাড়ি কোম্পানিতে তিনি নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করেছেন।
সাইফ সিদ্দিকী ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা সমাপ্ত করেন। তিনি ইউনিভার্সিটি অফ মিশিগানের ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজারি বোর্ডের সম্মানিত সদস্য। এছাড়াও তিনি এই অ্যামেরিকান সোসাইটি অফ ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং (এএসএমই) স্টূডেন্ট চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট (আউটরিচ) ও বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতি ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে স্নাতক ও রুরাল ইলেক্ট্রিফিকেশনে (ফার্ম পাওয়ার ও মেশিনারী) স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ইতিপূর্বে বিশ্বের খ্যাতনামা জার্নালে তার উল্লেখযোগ্যসংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়। এছাড়াও তিনি বাংলাদেশ ও উত্তর আমেরিকার জনপ্রিয় পত্র-পত্রিকায় লেখালেখি করেন।