গাড়ি বিস্ফোরণে প্রখ্যাত রুশ ঔপন্যাসিক আহত, নিহত গাড়িচালক

0

ইউক্রেনে যুদ্ধ সমর্থনকারী প্রখ্যাত রুশ ঔপন্যাসিক জাখার প্রিলেপিন গাড়িবোমা হামলায় আহত হয়েছেন। বিস্ফোরণে তার গাড়ির চালক নিহত হয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত সংস্থা জানিয়েছে, শনিবার রাজধানী মস্কো থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বাঞ্চলের নিজনি নভগোরদ অঞ্চলে এই ঘটনা ঘটে।

তদন্ত দল কাঠের পাশে উল্টে যাওয়া সাদা গাড়ির ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, গাড়িটির পাশে মাটিতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং কাছাকাছি ধাতব টুকরো পড়ে রয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, গাড়িবোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তি ‘ইউক্রেনের নাগরিক।’ অতীতে সহিংস ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

প্রিলেপিন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সমর্থনকারী ঔপন্যাসিক হিসেবে পরিচিত। ইউক্রেনে রুশ অভিযান নিয়ে একাধিক সময় তিনি গর্ব প্রকাশ করেছেন।

গত মাসের শুরুতে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে একটি ক্যাফেতে বিস্ফোরণে দেশটির সামরিকবিষয়ক ব্লগার নিহত ও ২৫ জন আহত হন। তার আগে গত বছরের আগস্টে রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সন্দেহজনক গাড়িবোমায় নিহত হন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার দারিয়া (২৯)। তার বাবা আলেকসান্দর (৬০) দেশটির প্রেসিডেন্ট পুতিনের ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত। তাকে অনেকে পুতিনের ‘তাত্ত্বিক গুরু’ বলে থাকেন।

রুশ দার্শনিক আলেকসান্দর দাগিনের মেয়ে দারিয়া দাগিনা হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। সামরিক ব্লগার হত্যার ঘটনায়ও কিয়েভকে দায়ী করা হয়। তবে ইউক্রেন এসব অভিযোগ অস্বীকার করছে।  সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here