গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

0
গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সেলিম (২৯), শ্রীপুর থানার লোহাগাইছা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভারারুল বটতলা এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। সন্দেহজনক দুই মোটরসাইকেল আরোহীকে থামানোর সংকেত দিলে তারা প্রথমে থামে, পরে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় সেলিমকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায়।

আটক সেলিমের দেহ তল্লাশি করলে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মোট ওজন ৭০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। মাদক বহনের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here